কবিতাকে দিলাম

তিনবারের বেলায়ও ব্যর্থ হলাম,
পাতাটাকে একটানে ছিড়ে দিলাম,
শব্দের সামনে এসে এমনভাবে অন্ধ
হয়ে গেছি যে বুঝতেই পারছি না,
মাথার মধ্যে গুছিয়ে রাখা সেই কবিতাটা,
কোথায়? জীবনের মোড়কে রাখা কবিতার,
কাছে যদি নাই পৌঁছতে পারলাম,
তবে, আর কোথায়ই যাবো,
গন্তব্য বলতে যে এখনও আমি,
কবিতাকেই বুঝি, আলোর রোশনাই থাক,
কিংবা অন্ধকারের অসহায়তা,
আমি কিন্তু কখনই তোমার বিস্মৃতি
ঘটতে দিইনা, ভীষণ বর্ষার রাতে বা
বসন্তের সমীরণে তোমার সঙ্গে,
দূরত্ব আমি কিছুতেই বাড়তে দিই না,
আজকাল রোজদিনই অসময়ের কোলে,
থামতে হয় দিন ফুরোলে, সেই
সময়টুকুও আমি তোমারই নাম জপি,
শুধু আমায় ভালোবাসার সুযোগ,
করে দিও,আমার নিঃস্বার্থতা কিংবা,
সতেজতা সবটুকুর মধ্যে মুড়ে নিতে দিও,
তোমায়, 'কবিতা'।

©মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ