নমস্কার,
আমি মাম্পি মল্লিক...এই ব্লগের সব লেখাই আমার কলম হতে নিঃসৃত। বাংলা সাহিত্যের বিভিন্ন আঙ্গিক আসলে এক একটি মন ভালো রাখার ঠিকানা.... আর সেই আঙ্গিকেরই একটি হলো কবিতা। কবিতা-র কথা শুনলেই আমাদের মধ্যে অনেকেই একটু অন্যদিকে চোখ ঘুরিয়ে নিই, ভাবি পাছে শব্দগুলোর মাঝে কত কিই না আছে, একটা আবছা কাঠিন্য যেন আমাদের অচেতন মস্তিষ্কে ক্রুর হাসি হেসে যায়।
আবার আমাদের মধ্যেই অনেকেই আছেন যারা বাংলা কবিতা ভালোবাসেন। কবিতার রূপ, রস এবং ঘ্রানকে ভীষণভাবে উপভোগ করেন।
আসলে, এই ব্লগে লিখিত সব লেখাই একান্ত ভাবে আমার, আমি এমন আশ্রয় আর কোথাও খুঁজে পাই না, যা আমাকে আমার কবিতারা দেয়। আমি ছন্দের হিসেব বিশেষ বুঝি না, তবে আমি যেটুকু বুঝি তাতে আমার আবেগ, অনুভূতি আর উপলব্ধিরা মিশ্রিত থাকে এবং,এই ব্লগের কোন লেখাই কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বের আঘাত করে না।
আমি মাম্পি মল্লিক...এই ব্লগের সব লেখাই আমার কলম হতে নিঃসৃত। বাংলা সাহিত্যের বিভিন্ন আঙ্গিক আসলে এক একটি মন ভালো রাখার ঠিকানা.... আর সেই আঙ্গিকেরই একটি হলো কবিতা। কবিতা-র কথা শুনলেই আমাদের মধ্যে অনেকেই একটু অন্যদিকে চোখ ঘুরিয়ে নিই, ভাবি পাছে শব্দগুলোর মাঝে কত কিই না আছে, একটা আবছা কাঠিন্য যেন আমাদের অচেতন মস্তিষ্কে ক্রুর হাসি হেসে যায়।
আবার আমাদের মধ্যেই অনেকেই আছেন যারা বাংলা কবিতা ভালোবাসেন। কবিতার রূপ, রস এবং ঘ্রানকে ভীষণভাবে উপভোগ করেন।
আসলে, এই ব্লগে লিখিত সব লেখাই একান্ত ভাবে আমার, আমি এমন আশ্রয় আর কোথাও খুঁজে পাই না, যা আমাকে আমার কবিতারা দেয়। আমি ছন্দের হিসেব বিশেষ বুঝি না, তবে আমি যেটুকু বুঝি তাতে আমার আবেগ, অনুভূতি আর উপলব্ধিরা মিশ্রিত থাকে এবং,এই ব্লগের কোন লেখাই কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বের আঘাত করে না।
আমার লেখা জনসমক্ষে নিয়ে আসতে আমাকে সহযোগীতা করেছেন শ্রী অমল ঘোষ। তিনি এই ব্লগের টেকনিকাল দিকটির দায়ীত্ব নিয়েছেন।
সুতরাং, আমাদের এই প্রয়াস আমরা আপনাদের উদ্যেশ্যে তুলে ধরলাম এবং সর্বদা আপনাদের সহযোগীতাই আমাদের কাম্য।
আপনাদের সহযোগীতা লাভ করলে আমি অত্যন্ত আনন্দিত হবো, চেষ্টা করবো আমার সবটুকু প্রয়াস আপনাদের কাছে কবিতার মাধ্যমে পৌঁছে দেওয়ার।
আপনাদের কোনো আবেদন বা মতামত জানানোর থাকলে যোগাযোগ করুন আমর সাথে...নিম্নক্ত মেল আইডিতে:
ই-মেল: mallikmampi410@gmail.com
0 মন্তব্যসমূহ