ঝাপসা যেটুকু হয়

বাংলা কবিতা: ঝাপসা যেটুকু হয়


Bangla Kobita



মাটি দিয়েই গড়ে ফেলা হলো প্রতিমা,
সময়ের মতো একটা আস্ত জ্ঞানী স্বত্তাও
এক্ষেত্রে বোধ হয় দিকজ্ঞানহীন,
কষ্ট করে কিছুটা হলেও মনকে
স্থির করেছি,
ভেবেছি, কতটুকুই বা মাহাত্ম আছে,
এই স্বপ্নে বেঁচে থাকায়?
তার চেয়ে ঢের ভালো হয়
আমি বাস্তবটুককে 
সামলে ফেলি।

অন্ধকার বেড়েছে যখন,
আলোর ঠিকানা বেশি দূর নয়।
শুধু অপেক্ষামাত্র,
কিছুদিনের বা কিছুক্ষনের,
মনের কাছের চোরাগলি
হোক কিংবা ভেজা মাটি,
সবটুকুতেই সক্রিয়তা
থাকা দরকার।

বেঁচে আছি এটাও তো ,
সক্রিয়কতাই তাই না?
মোহনার দিকে কিছু মানুষ,
ঘর বেঁধেছে, থাকছে,
কিন্তু আমি তা কোনোদিনই 
পারিনি।
কিছু সময়, সমুদ্র দেখে
ফিরে গেছি ঘরে,
আর বাকি সময়
থেমে গেছি,
বালিয়ারিতেই।।

যাই হোক ,
সকলের ভালো হোক,
সকলে ভালো থাক।।
এই সমুদ্রের নোনা-জল
থেকে,কেবল নুন কেন
পারলে কিছু ঝিনুকও 
কুড়িয়ে নেবো।

উপহারে ঝিনুক পেতে কি
খুব খারাপ লাগবে?

©মাম্পি মল্লিক





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ