অর্থ পড়ে আছে

বাংলা কবিতা: অর্থ পড়ে আছে

বাংলা কবিতা-অর্থ পড়ে আছে



গায়ের চামড়ায় কালশিটে দাগ,
মাথার মাঝে গজিয়েছে আস্ত কিছু দুশ্চিন্তার চারা,
অবক্ষয়ের দিকে নাব্যতা বেশি জেনেও, 
মুছে চলেছি,কিছু বিষাদময়তার গল্প।
একপক্ষ জুড়ে কিভাবেই বা সম্ভব,
এ জগতের কলুষিত যতকিছুর বিলুপ্তি?
আজ প্রয়োজন শুধু কিছু পূর্ণচ্ছেদ।

পারাপার হতে আজ প্রয়োজন শুধু একটা ঘুমন্ত সেতুর,
গোলাপের চেয়ে আজ মাঠের ঘাসেরা বেশি সুন্দর,
মানুষ শুধু আজ ঈশ্বরের সাক্ষাতের দিকে চেয়ে,
নিদ্রা যাচ্ছে, সময়ের নাম রাখা হয়, 'ধূসর'!
জলে যতদিন, কচুরিপানারা ভাসে,
এই মিশ্রিত যত সব ঋতুদের মত,
শুভ কামনারাও যেন ছাদের তারে শুকিয়ে যায়।

নীল বা বেগুনি রং যদি ঢালো এই পোড়া দাবদাহে,
অত্যন্ত সন্তর্পণে, এই খোলা পৃথিবীর বুকে,
জেনে রেখো, কবিদের কলম তখনও তৈরি!
দালানের কাছে কটা পিঁপড়ে এসে জমায়েত করবে,
সঞ্চিত খাবারের খোঁজে, তখন কি দেবো
আমি ওদের? বাড়ির বিছানার নীচ থেকে 
এনে ছড়িয়ে দেবো একমুঠো কবিতা।।

©মাম্পি মল্লিক

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

দীর্ঘজীবি লকডাউন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ