হাওয়া নাম দিয়েছি ইচ্ছের

বাংলা কবিতা: হাওয়া নাম দিয়েছি ইচ্ছের

বাংলা কবিতা-হাওয়া নাম দিয়েছি ইচ্ছের


একটা ইচ্ছের নাম হোক হাওয়া,

গায়ে আর পিঠে ছুঁয়ে যাবে,

দিক-দিগন্ত ভুলে গিয়ে,

ক্ষণিক পরশ সাথে নিয়ে,

আসা-যাওয়া করবে।

ফেরার পথে পায়ে বাঁধবে

সবুজ ঘাসের বাঁধন।

এক-বুক কষ্ট আর 

এক পৃথিবী নষ্ট কবিতা

যদি,এটুকুই সম্বল।

গলার কাছে একটা,

শুকিয়ে যাওয়া নদী আছে।

যদি চাও তাতেই ডুব

দেবো, মৃত্যু হবে কিনা

জানিনা তবে আমৃত্যু

ওই নদীর শুকনো অভিশাপ

খেলা করবে সারা শরীরে।

একটা ইচ্ছের নাম তো,

হাওয়া হতেই পারে,

চোখ বুজে আর মুখ খুঁজে

না পেলে দেখো মনে

পড়ে কিনা।

যে রাতের কবিতা

হাওয়ারা লিখেছিলো,

তাঁদের নাম ইচ্ছেরা 

রেখেছিলো কিনা।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

মানুষে-মৃত্যুতে

বৃষ্টি হোক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ