প্রলাপ

বাংলা কবিতা: প্রলাপ

বাংলা কবিতা প্রলাপ


শব্দ-সাঁকো সবুজ,

বুকের ভিতর তাঁর নাম, অরণ্য।

সাথে কিছু অবুঝ ,

চোখের তলায় দাগ, নগন্য।

এদিক-সেদিক যখন,

মুখের পানে স্থির জলরাশি,

নরম ঘাসের সুরে,

মেঠো পথের আওয়াজ হয় বাঁশি।

একপক্ষকাল লাঘব,

লাঘব হলো, সোনার হরিণ,

হিসেবে হয় ভুল,

চোখের দাগে লেগেই থাকে ঋণ।।


শব্দ-সাঁকো থাকুক সবুজ,

কাব্য থাকুক অরণ্যের প্রশাখায়,

মানুষ যদি উপড়ে ফেলে শিকড়,

কি বা তবে থাকলো নাম ডাকায়।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

বর্ষাতিহীন বর্ষাকাল

আগাছার মত

বসন্ত উপলক্ষ্যে

অভাগা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ