মানবিকতার শিষ্য হতে হবে।

অস্ত্র ধরেছে দু'হাত, শরীরে বর্ম।
আত্মরক্ষা করছো, করছো কর্ম।
বিশ্লেষণ হচ্ছে বিশ্ব ভাঙচুর,
নিম্নচাপ থামছে, কাঁপছে রোদ্দুর।
ওষ্ঠে চাপ দিয়ে মগজে কারুকাজ,
নকশা তৈরি করে বাড়াও আলফাজ।
জীবিত প্রান আর চেহারা বলে মানুষ,
কোন শিক্ষায় গড়া হয় এমন সব অমানুষ।
এ মন মানুষের নয়, এই নৃশংসতা মোদের নয়,
এমন করে অবলারা পাবে কিনা মানুষকে ভয়?
আর দেখা যায় না এই কলঙ্কিত দৃশ্য,
মানুষ তুমি মানুষ হও, হও মানবিকতার শিষ্য।

©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ