গান বাঁধা নয় সেদিন

বাংলা কবিতা: গান বাঁধা নয় সেদিন

বদ মেজাজী, রুক্ষ মতো হাওয়া, 

গালিচার উপরে জমেছে এক ফালি রোদ,

মেঘ-বৃষ্টি ছন্দে গান গাওয়া,

হঠাৎ হঠাৎ লাগছে পায়ে চোট।

মন খারাপের মতো তুমি শুধু ,

এক-আধবার মন ধুয়ে নাও বারুদ,

দুর্বলতার সঙ্গে আসুক সুযোগ,

উষ্ণতা ছুঁয়ে যাক পারদ।।

মাদল সমেত গাল ছুঁয়ে যাক সে,

সেতার বাজুক মাঝ রাতে বা দিনে,

গানের খোঁজে লিখছে কথা যে,

মন পোড়ে ঠিক সাতটা বেজে তিনে।

পোড়া গন্ধ বড্ড বেশি উড়ছে,

আকাশ,বাতাস কিংবা শহরতলি,

কবিতা বা অন্য কিছু বাদে,

মাঝ সমুদ্রে তোমার কথাই বলি।।


© মাম্পি মল্লিক 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ