নিউ নর্মাল

আজ চার মাস প্রায় হয়ে গেলো নির্বাসন,
জনমানসে রব উঠেছে "নিউ নর্মাল"...
আমিও তো তারই একটা অংশ, বাদ যাই কিভাবে?
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে বাধ্য হলাম।
গাড়ি চলছে, রাস্তায়, দোকান-পাটগুলো যেন ঠিক,
সদ্য প্রপোজাল পাওয়া এক ভীতু কিশোরী,
কিছুতেই মনের দরজাটা পুরোপুরি খুলতে সাহস পাচ্ছে না।
বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পথচারীদের হেনস্থা,
রোজই দেখি, এমনই অবস্থা সবকিছুর।
প্রাণভয় নিয়ে মাস্ক পড়া অসংখ্য চোখগুলো দেখতে পাই,
এভাবেও যে কোনোদিন বাঁচতে হবে ভবিনি...
ঈশ্বর সেই ক্ষমতা যদি আমায় দিতেন, ইশ!
কত কিছুই না রুখতে পারতাম.... পারতাম কি ?
চেষ্টা করতাম তো বটেই, অনেকেই তো বলে শুনেছি,
"সাত জন্মের পূণ্যে এক মানব জনম",
 এই সঞ্চিত পূণ্যের স্বাদে কি কখনো ,
বাঁধা মেনে নেওয়া সম্ভব?
কখনোই নয় , সকলে মিলে গঙ্গা স্নানে চলে যেতুম তবে,
কেমন হতো?  পাপ -পূণ্যের হিসেবটা না হয় গঙ্গাজলে,
সমানভাবে ভাসিয়ে দিয়ে ঘরে ফিরে আসতুম।
অন্তত 'নিউ নর্মাল' -এর চেয়ে 'নর্মাল'-এই সন্তুষ্টিটুকু পেতুম।

©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ