অসময়ের ফল

পৃথিবীতে যত বিষন্নতা আছে,
সেগুলোকে কেন্দ্রীভূত করা যায়,
মধ্যিখানে রেখে সেগুলোর উপরে,
একখানি আবরণ দেওয়ার উপায়?
বলো দেখি আলোর সংজ্ঞাখানা,
দেওয়াল আঁকার আয়োজনে এই প্রতিযোগিতায়,
শূন্য হাতে ফিরছে কত নতমুখ,
জমছে ধূলো, অসফল, এই কবিতায়,
দুঃখ হলে কিভাবে তুমি তাকিয়ে থাকো?
মাঝ রাস্তায় মনে হয় না দাঁড়িয়ে থাকো...
হেডলাইটের আলোয় চোখটা বুজে,
হ্যালুসিনেশন জমিয়ে তুমি কোথায় রাখো?
একটু বলো আমিও কথা বলতে পারি,
তোমার ভাষায় হয় না গড়া নতুন বাড়ি,
যে সময়ে ভাবতাম তুমি আসতে পারো?
এখন বড়ই বিরক্তিকর "আসতে পারি?"

©মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ