নামকরণ করে নিও

ভয়ের কারণ নেই,
কিন্তু ভয় করছে,
একেবারে অচেনা ভয়,
এক এক বার আঁতকে উঠছি,
পূর্ব দিকের মেঘ কালো করে রয়েছে,
এমন তীক্ষ্ণ সময় যে কীভাবে পার করবো,
ভেবে পাই না।
চুপ! এভাবে যদি মুখ চেপে রাখি,
ভিতরটা যে একবারে নিঃশেষ হয়ে যাবে।
কেউ নেই চারপাশে, ফাঁকা ধূ-ধূ করছে।
ক'টা কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,
ওষুধের গন্ধ, সেসব কাগজে লেগে রয়েছে ।
তবে?
শুভ কামনায় কি কোনো অভাব ছিলো?
ঝাঁকে ঝাঁকে পাখি ডেকে গেছিলো,
সময়ের গায়ে।
জলে-জঙ্গলে পেয়েছিলো আশ্রয়।
ভবিতব্য তবে আর কি চায়?
কেন এত দাবি তার?
সকল অনুভূতির প্রকাশ পায়,
সেই কবিতায়।
ঈশ্বর তুমি আছো তো,
তবে বলে দিও,
কবিতায় কি ক্ষমা চাওয়া যায়?

-মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ