আজ এই বিপদের দিনে,আমার ভাঁড়ার শূন্য,
না দিতে পারা অজস্র চাহিদা, যা তোমার দিনলিপিতে,
স্থান পেয়েছে, তাদের তুমি যত্ন কোরো।
অল্প একটু জল আর বাতাস দিয়ে তাদের সতেজ রেখো।
অসমান আকাশ, মাটি, গাছের গায়ে আঙুল দিয়ে,
বেড়ে যেতে দিও না, তোমার-আমার দূরত্ব।
এক পৃথিবীর অধীনতায় বাঁধা থাক,
আমাদের রং করা কাঠের নৌকা।
শহর, থামুক কোনো এক ট্রাফিক সিগন্যালে,
বাঁকের মুখে জমানো থাক কয়েকশো বছর পুরোনো,
কোনো গানের সুর অথবা কলি,
কত সস্তায় কিনেছিলাম সেসব স্মৃতি রাখার কৌটো।
আরও একবার দেখা হয়েছিলো,
তখন বোধ হয় বর্ষাকাল আর কাদা,
এক বাক্স আলো অনেক দামী।
নিয়ন থেকেই নিংড়ে নেওয়া ভালো,
বাকিটুকু ব্যস্ত হাইওয়ে নিয়ে যাক।
দৃষ্টি লুটে নিক সোনালী কিংবা বাদামী।
©মাম্পি মল্লিক
না দিতে পারা অজস্র চাহিদা, যা তোমার দিনলিপিতে,
স্থান পেয়েছে, তাদের তুমি যত্ন কোরো।
অল্প একটু জল আর বাতাস দিয়ে তাদের সতেজ রেখো।
অসমান আকাশ, মাটি, গাছের গায়ে আঙুল দিয়ে,
বেড়ে যেতে দিও না, তোমার-আমার দূরত্ব।
এক পৃথিবীর অধীনতায় বাঁধা থাক,
আমাদের রং করা কাঠের নৌকা।
শহর, থামুক কোনো এক ট্রাফিক সিগন্যালে,
বাঁকের মুখে জমানো থাক কয়েকশো বছর পুরোনো,
কোনো গানের সুর অথবা কলি,
কত সস্তায় কিনেছিলাম সেসব স্মৃতি রাখার কৌটো।
আরও একবার দেখা হয়েছিলো,
তখন বোধ হয় বর্ষাকাল আর কাদা,
এক বাক্স আলো অনেক দামী।
নিয়ন থেকেই নিংড়ে নেওয়া ভালো,
বাকিটুকু ব্যস্ত হাইওয়ে নিয়ে যাক।
দৃষ্টি লুটে নিক সোনালী কিংবা বাদামী।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ