শুভরাত্রি

বাংলা কবিতা: শুভরাত্রি


সেদিন আর আজকের মধ্যে অনেক তফাৎ,
কিছুটা নির্ধারিত আবার কিছুটা তাৎক্ষণিক,
মহাকাশ থেকে পাতালের প্রতিটা পরমাণু,
আমাদের মৌন হওয়ার সাক্ষী হয়ে রয়েছে।
সাক্ষাৎ বা অপেক্ষার  চিহ্নগুলো সব মুছে দেওয়া গেছে।
শুধু বেঁচে রয়ে গেছে অনেকগুলো নিঃস্বার্থ মুহূর্ত।
লেখা যায় না তাঁদের কোনোভাবেই,
বাঁধভাঙা সর্বশক্তিমানের মতো তাঁরা দৃঢ়।
রোজ কিছুটা স্নানের জলের সঙ্গে ভাবি,
ধুয়ে ফেলতে পেরেছি, কিন্তু পরের মুহূর্তেই
মনে হয় আরও যেন কিছুটা সতেজ হয়ে উঠলো।
এভাবে, আমাদের দিনগুলো রাতের কাছে চলে যায়,
রাত সে যে খোদাই করা এক আস্ত দলিল,
পাড়ায় ঘুমের চাদর মুড়ে, আমার জানালায়
এসে হেলান দিয়ে বসে,কিছুক্ষণ নয় অনেকক্ষণ।
আমার পাড়ায় তখন কুকুরগুলো চেঁচায়,
কোনো চোর বা অশরীদের দেখে,
আমার দৃষ্টি শূন্যে ভাসে, রাতের নিস্তব্ধ শব্দে,
আমি আমাদের শেষ কোনো গল্পের শিরোনাম রাখি,
"শুভ রাত্রি".....

©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ