ওরা-ও-আমরা

প্রচন্ড ঝড় উঠেছে বাইরে,
থরথরিয়ে কাঁপছে গোটা পাড়া ।
কাজ ফেলে ছুটছে যে যার ঘরে,
ওই লোকটা হাসছে, যেন দিশেহারা।
নেইকো তার চোখে কোনো ভয়,
যতিচিহ্নয় ভরা গোটা দেহ,
শব্দ ছুটছে, ঘোড়ার থেকেও জোড়ে,
অর্থ জানতে চাইছে না কো কেহ।
"ওরে পাগল গাছ তলায় যা চলে",
কেউ বা শোনাচ্ছে অকথ্য গালাগাল।
বৃষ্টি ভিজছে, রাস্তা পুরো ফাঁকা।
অর্থহীনরা পাচ্ছে না তার নাগাল।
ওর না মাথাখারাপ, আশ্রয় নেইকো তাই,
আমার সমাজ মুখ ঘুরিয়ে হাঁটে,
ওর থাকার মতো নেইকো কোনো বাড়ি,
খাবার খুঁটে, খায় প্রায়শই মাঠে।
লড়াই করে, কুকুর গুলোর সাথে,
কাড়াকাড়ি দেখে অনেক লোকে,
কেউ কি বিকল্প পথ ভাবে,
সাহায্য করবে না কেউ ওকে।
ওরাও যে মানুষ শ্রেণীর অধীন,
তাহলে এই বৈষম্য কেন?
ওদেরও দাও না থাকতে সমাজ,
ওরা যে দুর্বল তা তো জানো।

©মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ