সত্যের আর এক নাম?

বাংলা কবিতা: সত্যের আর এক নাম?


পৃথিবীর বুকে আজ একটা অসুখ,
চিরনিদ্রার ডাক, দুর্বলতা, খারাপ-
ভালো, এই ভেদভেদ।
প্রয়োজন কিছু ওষুধ,
যা হয়তো, সময় করে,
কিনে আনা যেতে পারে।
সত্য! তোমাকে ভালোবাসা,
যে অপরাধ হতে পারে,
তা কোনোদিনই ভাবিনি।
শুধু সময়ের গায়ে লিখে
রেখে গেছি আমাকে,
হৃদয়, নদী, সমুদ্রের,
পাশে কিছুটা জায়গা,
কেনা যেত, আজ আর,
ইচ্ছেও হয় না।কিনতে
চেয়ে আবার নতুন কোনো,
অপরাধ যদি করে বসি।
দোষী আজ সেইসব,
শরীর, মন, আত্মা,
যারা কিনা সত্যকে,
ভালোবেসেছে।
সত্যই ভালোবেসেছে!

©মাম্পি মল্লিক

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ