বাংলা কবিতা: লুপ্তপ্রায় আমিও
কয়েকটা নিষ্প্রাণ বাড়ি,
একই সারিতে, পর-পর থেমে আছে,
কোনোটায় থেমে গেছে হাসির রোল,
কোনোটায় থেমে গেছে কথারা,
কোনোটাতে আবার অবসরের অভাব,
কোনটায় নীরবতা।।
এগুলোরই মধ্যে কোনোটা তোমার বাড়ি,
কোনোটা বা আমার।।
সূর্যের নরম রোদ্দুর রোজই আসছে,
বারান্দায় কিংবা আমার জানলা পেরিয়ে
বিছানায়, ধীরে ধীরে তার অবস্থান
পরিবর্তিত হয়,কখনো দেওয়ালে,
কখনো বা আমার পিঠে,
আবার কখনো হাঁটু পেরিয়ে,
পায়ের পাতায়, কখনো আমার
মায়ের কোলে,ছোঁয়া যায়,
ছুঁয়ে থাকা যায় তাঁদের বেশ কিছু মুহূর্ত।।
এই রোদ্দুরেই লেখা যায় কত কি,
নীল রঙা-দুঃখ, গোলাপি-প্রেম,
হলুদ-বন্ধুত্বের কত-শত খামখেয়ালি রূপকথা।।
শুধু আমারই কিছু লেখা হয় না,
কত কথা, কত কথক, কত রকম
দাবি, কত বিষয়,
কত সমস্যা,কত কি লেখা.....
শুধু কি আমারই কিছু লেখা হয় না?
এই নিষ্প্রাণ বাড়িগুলো শহরের
গায়ে একই সারিতে থেমে গেছে,
আমিও তাঁদেরই মতো বোধ হয়
থেমে গেছি, এই চলমান পৃথিবীতে।।
আমার ভালোবাসাকে চিনতে পারে না কেউ,
আমি অবহেলিত,লাঞ্চিত ধূলোকণাদের মতোই,
আমার ভালোবাসারা প্রকাশ্যে অপ্রকাশিত
নামে পরিচিতি পায়,
এই পৃথিবীর গায়ে,
এই শহরের গায়ে।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ