আজ বিদায়ের মেহফিল

বাংলা কবিতা: আজ বিদায়ের মেহফিল 


বাংলা কবিতা


পিছন দিকে হাঁটছি, 

চোখ খুলে, ঠিক যেন ট্রেনে বসে আছি,

মন ভালো, মন খারাপ, হুল্লোড়,

লাল নীল রং গুলো দু'পাশে ,

আবিরের মতো উড়ছে 

মাঝে মধ্যে, দু'দিকেই দেখতে পাচ্ছি,

সমুদ্র, ফেনা-সফেন-ফেনা উপছে আসছে,

এভাবেই হাঁটতে হাঁটতে একসময়,

আমি প্রথম মাসে পৌঁছে গেছি,

শহরটাকে তখন চমৎকার দেখাচ্ছে,

সন্ধ্যে আর জন্মদিনের কেকটা,

একসঙ্গে আসছে, এগিয়ে চলছি আমি,

কিছু শীত,বসন্ত আর হেমন্তের সাথে পা মিলিয়ে,,

আরও একটা বছর শেষ,

অপূরণীয় লাভ আর ক্ষতি,

অংকের তালিম শেষ করে তাই,

অপেক্ষা করি, নতুন দিগন্তের,

জমানো খুচরো পয়সা দিয়ে,

এবার নতুন বছর কিনছি....

পুষে রাখবো তাকে,

ঘরের ক্যালেন্ডারে।।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ