পালক

বাংলা কবিতা: পালক

Bengali Poem


যদি হও (১)

যতটুকু রাত, ততটুকুই থাক স্নিগ্ধতা,
আলো মাখা ভোর হোক উঠোন জুড়ে,
সকল পাপের দায় মাথা পেতে নেবো,
যদি হও ঈশ্বর আমার অন্তঃপুরে।

গোলাপি (২)

নিয়ন জ্বলেছে শহরে,
স্টপেজে শুয়েছে ট্রাফিক।
রং-তুলি রাখা থাকল পাশে,
আকাশ হোক ক্যানভাস-মাফিক।

যেও না সরে, দৃষ্টি হতে,
অপূর্ব হয়ে থাক সৃষ্টি জীবনব্যাপি,
কোন রং তবে দেবো ছবিতে?
গাঢ় নীল নাকি গোলাপি?


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ