জলফড়িং

বাংলা কবিতা: জলফড়িং

Bengali Poem-Jawl Phoring



(১)

পাহাড় ঘুমিয়ে আছে, সন্ধ্যেও নেমেছে,
উষ্ণ কফিতে ঠোঁট থেমে গেছে হয়তো,
নদীর বৃত্তান্ত যদি জলফড়িং লিখতো,
পদ্মপাতা হতো তবে বাড়ির ছাদ,
মনের যতটুকু কল্পনা বাতাসময়,
উড়িয়ে-উড়িয়ে একসময় ফেলে দিত দীর্ঘশ্বাস।
তবু যতবার চোখে পড়তো নদী-কথা,
তাতে জলফড়িং-এর দুঃখ ধরা যেত।


 

(২)

 বয়স বোধ হয় অন্ধকারে বাড়ে,
জীবন বোঝায় দায়িত্বের সীমা।
অসুখ সামনে পেতো দিশা।
রেহাই পেতো শেষ সম্বল বিমা।

বাঁচো কদিন বেহিসেবি জীবন,
টাকার উপর চাপা পড়ুক মাটি,
জানি ভীষণ ছন্নছাড়া এখন,
তবু, একটু সামলে নিয়েই হাঁটি।

আকাশ যদি এক সকালে বলে,
এই পৃথিবী শূন্য ছাড়া অচল,
তখন হবো জলফড়িং-এর মতো,
শূন্যেও তখন থাকবো আমরা সচল।।

©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ