বক্ষদ্বীপ

বাংলা কবিতা: বক্ষদ্বীপ

বাংলা কবিতা- বক্ষদ্বীপ


পৃথিবীর শেষ বিন্দুতে ঠোঁট ছুইয়েছি,

পারমানবিক গন্ধ ছুটে আসছে।

শরীর শেষের জীবন, ফুরিয়েছে।

আলোর গতি যেন জলের তলায় ভাসছে।

দোদুল্যমান বুকচাপা এক পাথরকুচি।

গ্রাফাইট ভরা আছে স্কুলের ব্যাগে,

তোমার কথা নদীর মতই বহমান।

ঠোঁটের দাগ লেগে থাকে অসীম ত্যাগে,

মানুষ ফুরোয় দিনের শেষে ধুলোর দেশ,

কতটুকু পুণ্য কিংবা পাপের রেশ?

বিপর্যয়কে উপড়ে ফেলে মনোবল।

সমুদ্রকে আগলে রেখে খুঁজো তল।

বিষাদ থাকে বিপুলভাবে আপেক্ষিক,

রঙের তলায় দুঃখ যেন ইস্টনাম।

দলের মাঝে বিরল থাকে স্মৃতি ঠিক,

আঘাত হয় ভালোবাসার অপর নাম।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ