বাংলা কবিতা: ভয়াবহতা
উন্নতির দিকে মাথা রেখে শুয়ে আছে,
একদল পরিশ্রান্ত মানুষ,
কিছু চারচাকারা পাশ কাটিয়ে চলেছে,
যেন একদল পিঁপড়ে।
ছোট্ট, শীর্ণ, সংকীর্ণ।
সন্ত্রাস ছেয়ে ফেলেছে কালচক্রকে।
এভাবেই কটা দিন যেন কেটে গেলো।
এখনও কাটছে, আকাশের গায়ে দেখা যাচ্ছে।
আমাদের ঘর, বাড়ি, আত্মীয়-পরিজন।
ভালোবাসা থেকে যে বিষ উপচে পড়ছে,
কালো রঙের মতই।
তা মৃত্যু নয়,তা কদর্যতা।
তা ভয়াবহতা বা সন্ত্রাস।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ