বন্যা হয়েছে অবিরত,
কোনো মুখ দেখা যায় নি,
শুধু ভেসেছে ক্ষেত, খামার, চন্ডীমণ্ডপ আর গ্রাম,
শরীর গোনা যায়নি।
সর্ষে ফুলের ক্ষেতে জুঁই ফুল মাথায় সাজিয়ে,
দাঁড়িয়ে ছিলো, চোখেতে ছিল তাঁর লজ্জার কাজল।
শুকিয়ে আসা গলা আর দুরুদুরু বুক,
কুঁকড়ে থাকা কিশোরী আর হিমেল চারিদিক।
মনে ছিল তার অশরীরী অসুখ।
বন্যা হয়ে গেলো,
কার ওড়না ওটা জলে,
ভাসছে ভাসছে , ভাসতে ভাসতে যেন হাসছে,
শরীর নেই শুধু,
বন্যা হয়ে গেছে,যেন ওড়নাটার নীচে।।
©মাম্পি মল্লিক
কোনো মুখ দেখা যায় নি,
শুধু ভেসেছে ক্ষেত, খামার, চন্ডীমণ্ডপ আর গ্রাম,
শরীর গোনা যায়নি।
সর্ষে ফুলের ক্ষেতে জুঁই ফুল মাথায় সাজিয়ে,
দাঁড়িয়ে ছিলো, চোখেতে ছিল তাঁর লজ্জার কাজল।
শুকিয়ে আসা গলা আর দুরুদুরু বুক,
কুঁকড়ে থাকা কিশোরী আর হিমেল চারিদিক।
মনে ছিল তার অশরীরী অসুখ।
বন্যা হয়ে গেলো,
কার ওড়না ওটা জলে,
ভাসছে ভাসছে , ভাসতে ভাসতে যেন হাসছে,
শরীর নেই শুধু,
বন্যা হয়ে গেছে,যেন ওড়নাটার নীচে।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ