ওলট পালট

বাংলা কবিতা: ওলট পালট

বাংলা কবিতা-ওলট পালট


মুখ মুছে নেয় চিল শকুনে,

ঘুম কেড়ে নেয় কর্পোরেট,

শিং ভেঙে যায় সেফটিপিনের,

জল চেয়ে নেয় টুকরো ব্রেড।

তীক্ষ্ণ চাবুকে জায়গা পেয়ে যায়,

অল্প সাবুতেই দিন ফুরোয়।

নিত্য খরচেই স্বপ্ন ভাঙে হায়।

চলতি প্রেম জেনো পচে যাবেই।

আমিও ঘুরে মরি,

শহরতলি জুড়ে,হাঁটা পথ যেন মরুভূমি, 

ঘরের মেঝেতে বাঘ যে বন্দী,

ঈশ্বর নেমেছেন জেনো তুমি।

স্মৃতির রাজপথে,হেঁটেছি ক'জন,

সোশ্যাল মিডিয়া জুড়ে যেন বন্ধু-জমি।।


©মাম্পি মল্লিক



শীত-কাতুরে

সময়ের মত করে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ