সম্পৃক্ততা খুঁজে চলছি

প্রাচীনত্বের একটা গন্ধ অনুভব করছি সারা শরীরে,
যেন কোনো এক স্তূপীকৃত ধূলোমাখা পাতাদের নীচে,
শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা 'আমি'...হঠাৎ চোখ খুলেছি,
বিশাল চারপাশে ঠিকানাহীন সব কলরব, আধুনিকতার মোড়কে,
আমার অত্যন্ত অনভ্যস্ত ভালোবাসাকে স্মরণ করছি বারে বারে,
তাই কবিতার কাছে হাঁটু মুড়ে বসেছি মনে হয়...

কয়েকশো বছর পরে।।

©মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ