ঝড়ে ধরে রেখো।

চারটে দেওয়াল একটা ছাদ,
প্রাণের সংখ্যা গুনি,
এমন ঝোড়ো বিপদ দেখেও,
থামাতে পারিনি,
থামাতে পারিনি আমি ,
প্রকৃতির এই হুংকার,
পরম প্রিয় আঁকড়ে রেখে,
পাঁজর ভাঙা চিৎকার।
এমন নিঠুরও হতে পারে ?
আকাশ,বাতাস, বৃষ্টি
প্রভু,প্রাণের রক্ষা করো,
রক্ষা করো সৃষ্টির।
নত করি, তোমার পায়ে,
মোদের বাঁচার ভিক্ষা,
সৃষ্টি যেন ক্ষণস্থায়ী,
তোমার দেওয়া শিক্ষায়।
শিখছি মোরা অবিরত,
রাখতে জীবনখানি,
বিপদ থামাও এবারের মতো,
পাঠ পেয়েছি অনেকখানি।।
©মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ