কিভাবে জানি না তবে,
এই বয়সের ভারে নুয়েছি,
পিঠে অনবরত অনুভব হয়,
হারানো পিয়ানোর সুরে বেদনার গান,
জরা হয় জোনাকির,
এখনো রাতেই হয় আমার দেখা,
কবে বলেছিলো অস্পষ্ট ধ্বনি,
বন্ধ করা বাক্সে থাকছে অভিমান।
কাঁকরের ফুলে ভরেছে সে পথ,
যে পথে রাখা থাকে নাম,
'হৃদি' বলে হাঁকলো তাকে কেউ,
গতিহীন পায়ে থামলো বিরাম।
এ কলতানে বৈশাখ সারা দিলো,
নেত্রে ভাসে রবীন্দ্রজয়ন্তী।
মেঘে ভাসে ঈষৎ আভাস,
গেয়ে ওঠে সহস্র প্রাণ।
আমিও এক অনাবৃত,
প্রিয় কলম , অসমাপ্তি,
থেকেছে পথ, নেইকো মুক্তি,
ওহে! চোখ চেয়ো না অপমান।।
©মাম্পি মল্লিক
এই বয়সের ভারে নুয়েছি,
পিঠে অনবরত অনুভব হয়,
হারানো পিয়ানোর সুরে বেদনার গান,
জরা হয় জোনাকির,
এখনো রাতেই হয় আমার দেখা,
কবে বলেছিলো অস্পষ্ট ধ্বনি,
বন্ধ করা বাক্সে থাকছে অভিমান।
কাঁকরের ফুলে ভরেছে সে পথ,
যে পথে রাখা থাকে নাম,
'হৃদি' বলে হাঁকলো তাকে কেউ,
গতিহীন পায়ে থামলো বিরাম।
এ কলতানে বৈশাখ সারা দিলো,
নেত্রে ভাসে রবীন্দ্রজয়ন্তী।
মেঘে ভাসে ঈষৎ আভাস,
গেয়ে ওঠে সহস্র প্রাণ।
আমিও এক অনাবৃত,
প্রিয় কলম , অসমাপ্তি,
থেকেছে পথ, নেইকো মুক্তি,
ওহে! চোখ চেয়ো না অপমান।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ