কোনো কাজ নেই আর ,
কিন্তু ছেঁড়া তারের মতন সময় আছে,
আমার আঙ্গুলে ঝুলে দোল খাচ্ছে,
গুরু আর লঘু মস্তিষ্কের মাঝের জায়গাটাতে,
যেন কিছু প্রশ্নের দল,
দিন-রাত কিছুই দেখে না তারা,
কেবল সময়ের পাশে একটু জায়গা খোঁজে।
পৃথিবীর নিয়ম বদলায় না, বছরপূর্তি উপভোগ করে,
আহ্নিক ও বার্ষিক গতি।
এক এক সময় নিয়মদেরও কোনো কাজ থাকে না,
তখন তাঁদের আঙ্গুলের ফাঁকেও সময় দোল খায়।
দূরত্বের মাপে দেখা যায়, এখনো কয়েকশো দিন বাকি,
যেদিন আর সময় দোল খাবে না, আমার আঙ্গুলের ফাঁকে।
বর্ণে, গন্ধে, ছন্দে সেদিন শুধু 'সময়'....
অসময়দের দীর্ঘমেয়াদি ছুঁয়ে থাকা,
হয়ে যাবে এক কালো মেঘের সৃষ্টি,
ভালো মন্দের নদীতে তখন সময় পারি দেবে,
রাজকীয় বেশে। আমি না হয় পাড়ে দাঁড়িয়ে দেখবো,
আমার আঙ্গুলের ফাঁকে লেগে থাকা 'সময়',
ঠিক কি ভাবে পার হয়ে যাচ্ছে...
আকাশ , বাতাস আর মাটিকে বলবো,
"দেখো....যেন সময় বয়ে যেতে পারে সারাটা নদীপথ",
আমি থেমেছি শুধু সময়ের বয়ে যাওয়া দেখতে,
নাহলে, ওর পাশে অনেকটা জায়গা খালি আছে,
আমার জন্য.....
©মাম্পি মল্লিক
1 মন্তব্য
Time Machine er bapar ta insert korle perfect hoto...
উত্তর দিনমুছুনAvijit Paul