বাংলা কবিতা: স্মৃতিচারণ
স্মৃতিপটে তালা দেওয়া কিছু মুহূর্ত,
কিভাবে জানি না, বেরিয়ে পড়লো,
তাঁদের ক্রুর হাসি যেন আমাকে বিদ্ধ করে,
আমি বুঝতে দিলাম না আমার দুর্বলতা,
সজোড়ে প্রশ্ন করলাম, "কোন সাহসে তোমরা আবার
এসে দাঁড়িয়েছো?"
ওরা প্রত্যুত্তর করলো না।
শুধু পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো।
আমি পিছিয়ে যেতে লাগলাম,
ওদের নিষ্ঠুরতা যেন আমাকে অতীতের ভিড়ে ,
ঘাড় ধরে নিয়ে যেতে চায়,
আমি বলি, এর পরিণাম কিন্তু ভালো হবে না।
ওরা যেন কিছুরই তোয়াক্কা করতে চায় না।
আমি চোখ বুজে থাকি, ওরাও নাছোড়বান্দা,
ঘুমের শহরে সাদা-কালো সব স্বপ্ন সব ছুড়তে থাকে।
শান্তি কেড়ে নেয় আমার।
আমার মানবজীবন তিক্ত হয়ে ওঠে ওদেরই,
এই জ্বালাতনে। আমি বলি এসো সন্ধি করি,
আমার স্মৃতিপটে তোমরা তোমাদের মতো থাকো।
আমার দেহ-মনের ওপর তার ছায়া ফেলো না।
আমার কথা শুনে তারা হেসে বলে,
"স্মৃতিচারণ ! স্মৃতিচারণ ! স্মৃতিচারণ !"
©মাম্পি মল্লিক
আমি পিছিয়ে যেতে লাগলাম,
ওদের নিষ্ঠুরতা যেন আমাকে অতীতের ভিড়ে ,
ঘাড় ধরে নিয়ে যেতে চায়,
আমি বলি, এর পরিণাম কিন্তু ভালো হবে না।
ওরা যেন কিছুরই তোয়াক্কা করতে চায় না।
আমি চোখ বুজে থাকি, ওরাও নাছোড়বান্দা,
ঘুমের শহরে সাদা-কালো সব স্বপ্ন সব ছুড়তে থাকে।
শান্তি কেড়ে নেয় আমার।
আমার মানবজীবন তিক্ত হয়ে ওঠে ওদেরই,
এই জ্বালাতনে। আমি বলি এসো সন্ধি করি,
আমার স্মৃতিপটে তোমরা তোমাদের মতো থাকো।
আমার দেহ-মনের ওপর তার ছায়া ফেলো না।
আমার কথা শুনে তারা হেসে বলে,
"স্মৃতিচারণ ! স্মৃতিচারণ ! স্মৃতিচারণ !"
©মাম্পি মল্লিক
1 মন্তব্যসমূহ
Battle or type of that b/w me & past related with me...
উত্তরমুছুনAvijit Paul