ভালো আছি?

বাংলা কবিতা: ভালো আছি?


একঝাঁক  গ্যাস বেলুন উড়ছে,
পাখিদের ডানার রং ছিটকে ছিটকে,
একটা নতুন ছবি তৈরি হচ্ছে আকাশে।
গলার স্বর এতই মৃদু যে প্রতিধ্বনি তৈরি হচ্ছে না।
শুধু ইশারার সাহায্যে কত-শত ছবি মুহূর্তের মধ্যে,
শুরু থেকে শেষ হয়ে যাচ্ছে।
সামনের বন থেকে কিছুটা সবুজ নিয়ে আসা যাক,
তাতে মাটির গন্ধ মেশানো থাকবে।
দুঃসময়ের আঁকা ছবিগুলোয় যদি সবুজ রং থাকে।
থাকুক না, মনের ভিতরের অবস্থারা অন্তত শান্ত থাক,
সেই ছবি দেখে।
দাম দিয়ে নাই বা কিনতে পারলাম অক্ষমতা ঢাকার চাদর।
সময় জন্ম দিক নতুন কিংবা পুরোনো 'ভালো আছি' দের...

©মাম্পি মল্লিক

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ