ছিড়ে যাওয়া জুতো নিয়ে তর্ক জুড়ে দিলাম,
'শূন্যে খুড়োর কল' ঝুলিয়ে ভাগ্যের পরীক্ষা,
অনেক কিছুই তো চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে।
ভিতরে, বাইরে নিত্য কিছু হুংকার।
"ছাড়া" শব্দের মানে খুঁজি অহরহ।
পাগল সময়, হাতঘড়িতে আটকে রয়ে যায়।
কাঁচে ধরে চিড়, অপেক্ষায়-অপেক্ষায়।
নবাগত থেকে নবারুণ সকলের মধ্যেই যেন,
খুঁজে বেরনোর চেষ্টা।
মনে হয় ভাগ্যের গায়ে হাত বুলিয়ে দিই,
যাতে দুর্ভাগ্যদের ঘুম চলে আসে।
সময়ের চাকায় ভর করে রথ বানাই,
উল্টো রথ।
রথের দড়ি টানতে টানতে তোর মাসির বাড়ি,
পৌঁছে যেতে পারি যদি।
আজও তো আমরা উল্টো কথাই বলি,
আর উল্টো পথেই চলি।
©মাম্পি মল্লিক
©মাম্পি মল্লিক
1 মন্তব্য
Hain , practically dekhte gale sob theke ulto katha tai interesting & funny lage...
উত্তর দিনমুছুনAvijit Paul