বলা যায় না এমন

শেষ পর্যন্ত আমার ঠিকানায় একখানি চিঠিও আসবে না,
তা আমি জানি।পাহাড় কিংবা নদীর কোনো এক নির্জনতায়,
নিজের প্রাপ্য সব কিছুকে ফেলে রেখে আসবো।
আমি শহরের থেকে কিছুটা হলেও হাইওয়ের কথা শুনেছি।
ফেরাবে না আমাকে,স্বেচ্ছায় পাওয়া পথচারীর আহ্বান।
পিছু নেবে না কেউ, কিভাবে ভালোবাসা মেলাবে সেই সবটা?
শব্দ জন্ম নিয়ে থেমে থাকে,অক্ষমতাদের মাঝে,
কেন হয়, কি হয়, কিভাবে হয়, সব হওয়াদের পাশে
বসে প্রশ্নচিহ্ন।
আমার দিকে চেয়ে থেমে যাওয়ার দল আসলে,
ব্যঙ্গ করে মুহূর্তের মধ্যে আবছা হয়ে যায়,
আবার ফিরে আসে, ক্রুর হাসিদের সঙ্গে।

©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ