বাকিদের কথা জানা নেই

 বাংলা কবিতা: বাকিদের কথা জানা নেই

Bangla Kobita


কাল মহরম, শহর তোমার মনে আছে নিশ্চয়ই?

ঈদের আমেজ মুছে যায়নি এখনো; শোয়েব ভাই,

দোকানে রং করেছে, মিষ্টিও খাইয়েছে সারা পাড়ায়।

গাঙ্গুলি বাবু, বসু দা, দাস মশাই সক্কলে মিলে

শোয়েব খাতুন আর তাঁর পরিবারকে উপহার দিয়েছে।

এ যেন এক মনোরম সৃষ্টি উত্তর কলকাতার,

এই সরু গলিতে।কিন্তু এই আন্তরিকতা যেন পরিপূর্ণ

হতে পারলো না,সক্কলে মিলে একত্রিত হয়েও,

হতে পারলো না, আনন্দে কোলাকুলি হলো না,সেই সঙ্গে

হলো না মাথা ছুঁয়ে আশীর্বাদ দান।

এই স্পর্শটুকুই যেন এক আলোকবর্ষের,

দুরত্বকে নির্দেশ করে দিলো।



এ কেমন অসুখ?প্রশ্ন করলে আজ সকলে হাসে,

জবাব দেয় না কেউই, কাছে-দূরে কিংবা দূরে-কাছে।।

আজ শুধু মৃত্যুরা দেয় সায়, উত্তর কিংবা নির্দেশ।

মনে হয় কিছুটা আলো ধার নিয়ে আসি জোনাকিদের

থেকে,শহরে যে আলো নেই, অন্ধকার, দুঃখ, মৃত্যু-

যন্ত্রনায় যেন সকলে মিলে কেঁদেছে।দূরত্ব

কমাতে জোগান হয়েছে একাধিক উপকরণের,

কাটাকুটি খেলা চলছে আজ প্রতিটা ঘরে ঘরে,

যেভাবে জমানো মোমের ঘরে আঁধার ঘোচাতে

ডাক পড়ে আগুনের;আমিও সেরকমই এক

দিন খুঁজি, শহরের কানা-গলিদের আরোগ্য করতে।।


©মাম্পি মল্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ