শীত-কাতুরে

আজকের লেখা: শীত-কাতুরে

Bangla Kobita


সকাল থেকেই মেঘলা আকাশ, রুনুর ঘুম ভেঙেছে আজ একটু বেলায়। সামনে তাঁর ফাইনাল সেমিস্টার, কিন্তু রুনু আজ এখনো বই নিয়ে পড়তে বসেনি। চুপ করে বিছানার উপর শুয়ে আছে। দশটা নাগাদ রুনুর মা রান্নাঘর থেকে তাঁর ঘরে এসে জিজ্ঞাসা করলো, " আজ কি সারাটা দিন বিছানাতেই কাটাবি?" গায়ের চাদর টা আরও খানিকটা জড়িয়ে নিয়ে রুনু বলে উঠলো, "খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটা করেছো তো মা?" এইবার রুনুর মা প্রায় রেগে গিয়ে একটানে  রুনুর গায়ের চাদর টা খুলে মেঝেতে ফেলে দিলো।।

রুনু খিক খিক করে হেসে বিছানার উপরে উঠে বসলো এবং বললো, "মা শীত চলে গেছে, কিন্তু শীতকাতুরে দিনগুলো যে এখনো যাচ্ছে না।" শুনে মা তাঁর শেষ অস্ত্র প্রয়োগ করে বললো, "আগামী পাঁচ মিনিটে যদি তোকে এই বিছানার ত্রিসীমানায়ও আমি দেখতে পাই, তবে আমি আর আসবো না, বাবাকে পাঠাবো" তারপর ঘর থেকে বেরিয়ে গেলো। রুনু এবার একটি কম্বল খুলে আপাদমস্তক চাপা দিয়ে আবার শুয়ে পড়লো।

©মাম্পি মল্লিক

 

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে: 

কবির দেখা

যেন খুব কাছে তবু ছোঁয়া যায় না

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ