অবুঝ কৈশোর

বাংলা কবিতা: অবুঝ কৈশোর

Bengali Poem


আজ আবার মনে পড়ছে কৈশোরটাকে,

লেখার হরফ পাল্টে গেছে শরীর গুলোর মতো,

ঝাঁকে ঝাঁকে সব  নষ্ট মনের কারখানাতে,

জ্বলন্ত ছিলো প্রেমের মশালগুলো।


তখন ওই পনেরো-ষোলো,

উঠতি বয়স, গুপ্ত যত খামখেয়ালি-ভাবনা,

ফোনে-খাতায়, ক্রিয়েটিভিটি নাকি টিভির মাথায়।

আলস্যে নয়,  রক্তে  তখন উষ্ণ চাবুক।


মাধ্যমিকের টেস্টপেপারে নামটি লেখা,

পাশে আবার লুকিয়ে চিঠির খামটি রাখা,

এ বসন্তে ঠিকরে পড়া হলুদ আলোয়, 

তখন যেন নীলচে রং ভরছে আরও।

 

সুন্দর সব ছোটো ছোটো প্রজাপতি,

কোচিং ক্লাসে, পাশে বসার অজুহাত,

প্রথম বারের পাশে বসা, আঙুল ধরা,

শরীর তখন শিহরণে গড়ের মাঠ।।


অনেক সময়, রোগা শরীর ,

ভালো রেজাল্ট, শহর জুড়ে বোকা হাসি।

পাড়ার মোড়ের দূরত্বে তখন অপেক্ষা।

কৈশোর তুমি ছিলে বলেই আমি আছি।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ