প্রশ্নচিহ্ন

বাংলা কবিতা: ||প্রশ্নচিহ্ন||

Bangla Kobita-Proshnochinho


মরে যেতে বসেছে জনবহুলতা,

ভারসাম্য ফিরে পাচ্ছে ধরিত্রী।

মৃত্যু-মিছিলে কান পেতে শুয়ে আছে,

কত-শত ভীতু-প্রাণ।

প্রায়শই মাঝরাতে কেঁপে ওঠে শহরতলি।

ভাত-ঘুমে হাজারও দুঃস্বপ্ন।

বোঝা যায় না আদেও বেঁচে আছি,

নাকি মরে গেছি?

শহরের প্রাণভরা বাতাসকে থামিয়ে দেয়,

মুখের মাস্ক , ঠিক যেন ট্রাফিকের রেড-লাইট।

ঠোঁটের কথারা সরতে চায় না,

ভেজা কাকের মতো অসহায় বোধ করি,

এই গ্রীষ্মকালেও।

কানাঘুষো শোনা যায়, 

মানুষে-মানুষে নতুন  জগৎ তৈরির

পরিকল্পনা, একরাত-দু'রাত

জেগে থেকে আর পারে না।

ক্লান্তি হয় মনে, কষ্ট হয় শরীরে।।

ঠিক তখনই আবার প্রশ্ন ওঠে,

"আদেও বেঁচে আছি, নাকি..."


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ