বাংলা কবিতা: দিক-বদল
বলেছিলাম কিছু সময় অন্তর,
হাওয়ারা যেন দিক পাল্টে ফেলে,
কখনও বা আঙ্গুল ছুঁয়ে থাকে,
কখনও বুকের ভিতর দিয়ে চলে,
কিন্তু, ঠিকই দিক পাল্টে ফেলে।।
অসময়ে বেলুন নিয়ে ওড়ে,
সময়ে তার কতরকম রূপ,
হাওয়ায় হাওয়ায় ছন্নছাড়া বিকেল,
হাওয়ায় হাওয়ায় দিশেহারা চিবুক।
হাওয়ারা কেন দিক পাল্টায় তবে,
শব্দ-শহর শিকল দিয়ে বাঁধা,
রঙের আলোয়, ছড়িয়ে আছে জীবন,
গোটা-ভাঙা যতটুকুই হোক যাপন।
হাওয়ায় যেন দিক পাল্টায় ভীষন,
মুখের হাসির বদল ততই হয়,
এদিক-ওদিক যতই ফিরে আসুক,
দিক বদলের সময় এসে ফিরে যায়।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ