এমনিই

বাংলা কবিতা: এমনিই

বাংলা কবিতা এমনি


জলের মাঝে সমস্তটাই থাকে,

শহর ঘুমোয়, আঁধার জেগে থাকে।

অসম্পৃক্ত উষ্ণ কোনো আঁচে,

সম্পর্করা ছিটকে পড়ে আনাচে-কানাচে।।


অলির তখন ফুরিয়ে যাওয়ার কথা,

গলির তখন প্রিয় নীরবতা।

জীবন তখন কৃষ্ণচূড়া এঁকে,

একলা কাঁদে, চুপ করে না থেকে।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ