বাংলা কবিতা: ভাবুন দেখি
ভিতরে কেউ বিষ ঢেলেছে,
চোখে-মুখে তারই ছাপ,
কার স্পর্শে জমলো সে বিষ?
পারদ পেলো উষ্ণ তাপ।
শহর তখন ঘুমিয়ে ছিলো,
রাত্রি ছিল কালোয় ভেজা।
জানালা দিয়ে নিয়ন আলো,
ব্যাখ্যা হয়, বুঝেছে যে যা।
ভোরের দিকে দরজা খোলা,
মাথার চুলে চিন্তা হাজার,
অসুখ কখন আলতো ভাবে,
ছুঁয়ে গেলো রাজ্য রাজার।।
রাজ্যবাসী কারা জানেন?
সহস্রাধিক রুগীর দল।
দারিদ্রতা রুখতে তবে,
তৈরি নাকি মৃত্যুকল?
আরও কিছু টুকরো নিয়ে,
হোক না যতই ক্ষয়-ক্ষতি!
মানুষই তো বলি হবে,
আর দেশের হবে উন্নতি!
ভাবুন! ভাবুন! বুদ্ধিজীবী!
মহামারীর কতই দিক,
বাঁচা-মরা সবই সমান,
বিচার্য কি ঠিক,বেঠিক!
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ