লক ডাউন

বাংলা কবিতা: লক ডাউন

Bengali Poem- Lockdown


বন্দী-দশায় কাটছে জীবন,

খাঁচার পাখি আজ হাসে,

আটকে রাখতো তাঁদের যারা।

বন্দী তাঁরাও , তাঁর পাশে।

লোভনীয় জীবন-যাপন শেষ তবে কী?

আঁচড়ে পড়া ঝড়ের মতই সবটা এখন,

গাছের জীবন থমকে আছে সহস্র দিন।

আমরাও কি বাদের খাতায় পড়বো তখন?

বাড়ির ছাদের টবেও আর ফুল ধরে না,

দুঃসময় কী এমন ভাবেই আসে ?

আশায় যেন দু-কূল ভাসে, দু-কূল ডোবে।

গ্রীষ্মে যেন সূর্যকিরণ আপন ভাবে।

পৃথিবীর গায়ে ছাই রং লেগে থাকে।

মুখ পুড়েছে, মন পুড়ে যায়, শরীর পোড়ে।

ছাদের দিকে পা ডুবিয়ে চলতে থাকা এই তো উপায়।

আশঙ্কা ঠিক উড়তে থাকে, আকাশ জুড়ে।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ