বাংলা কবিতা: ক্যানভাস প্রেমের শহরে
ভাঙা একটা মন্দির আঁকা হয়েছে,
সেখানে কয়েকটা গানের সুর
ভাসছে,মনের কাছাকাছি একটা ঝর্ণা,
তার স্রোত, আমার আঙুল ছুঁয়েছে।
ছুঁয়েছে রোদ্দুর,বেলা বাড়লে শীত আঁকে,
আমাদের কথা ওই ভাঙা মন্দিরের
দেওয়ালে। ক্ষনিকের জন্য মনে হয়
সমস্ত শূন্য করে শুধু হারিয়ে যাই,
তোমার সাথে, ওই পোড়ো ভাঙা মন্দিরের
গা ধরে যে রাস্তা চলে গেছে।।
পড়ন্ত রোদ্দুর ক্যানভাসে এসে পড়ে,
ঘুম ভাঙে,আমার, পাহাড়ের কোলে,
পশ্চিমী রোদ কপালে হাত বুলিয়ে বলে,
"মন্দিরের গর্ভগৃহে প্রেমার্ঘ্য অর্পিত হয়েছে,
চেয়ে দেখ! প্রেমিকের হাতে এখনও পঞ্চপ্রদীপ জ্বলছে!"'
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ