অদ্ভুত

বাংলা কবিতা: অদ্ভুত

বাংলা কবিতা অদ্ভুত


সবদিক থেকে জোড়ালো,

অর্ধবিন্দু পোড়ানো,

স্বল্প কিন্তু আণবিক,

তীব্র তবু মানবিক।

আলোর গতি ধীরে খুব,

সময় তবু অভিমুখ, 

গলার কাছে বুজে যায়,

চমক খুঁজে নিরুপায়।

আমিও আজ অসহায়।।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ