বাংলা কবিতা: দূর থেকে দেখি
ঘুম আসে,মুখে তাঁর,
চোখে আসে স্বপ্ন,
বোনা যায়, গোনা যায়,
কখনও বা মগ্ন।
খাতা আর কবিতায়,
শুয়ে থাকা দুঃখ,
নিমেষেই ভোর হয়,
রং অতি রুক্ষ।
মেঘে তাঁর শেষ রূপ,
দেখেছি বা এঁকেছি,
আমিও ঠিক কতবার,
তাঁকে মনে রেখেছি,
সে হিসেবে গুনিতক,
হোক হৃদস্পন্দনের।
ধারে চাঁদ, মাঠে থাক,
সময় হোক বন্ধনের।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ