বেলা ফুরোলে

বাংলা কবিতা: বেলা ফুরোলে

বাংলা কবিতা বেলা ফুরোলে


সব শান্ত, ভীষণ ক্লান্ত।

সে-ও তো জানতো।

শেষে অক্লান্ত।।

শেষ প্রান্ত, শেষ প্রান্ত।।

শান্তি হোক জন্ম-পরজন্ম।

দৃষ্টি পাক, সৃষ্টি-অনাসৃষ্টি।

আজ মাটির সাথে মিশে যাক।

সবটুকু অশান্তি আর অনাবৃষ্টি।।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ