সাধারণত

বাংলা কবিতা: সাধারণত

বাংলা কবিতা সাধারণত


একটা পৃথিবী বুকের ওপরে,

মানুষ জন্ম হোক বা মৃত্যু,

শরীরে থামে না কোনো প্রবাহ।

নদীর যে পথে পলি পড়েছিলো,

সে পথ ধরেই এসেছি, আবার ফিরেও যাবো।

শুধু জানাবো না, ছেঁড়া ঘুম 

আর, অবাস্তব ভালোবাসার কোনো ইতিহাস।

একই বুকের ভিতর যেমন হাসি আর কান্না

ভাগাভাগি করে বেঁচে থাকে।

আমিও রাখবো, হারানো আর

পাওয়া-দের সমতা ,

যতদিন সম্ভব।

ভালোবেসে যাবো।।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ